1. selimsavar@gmail.com : khobar24 :

ইরানে নারী ফুটবল টিমে পুরুষ খেলোয়াড়!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক : উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে গত ২৫ সেপ্টেম্বর এএফসি অঞ্চলের এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ইরানের কাছে ৪-২ গোলে হারে জর্ডান। যেখানে মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে গড়ায় ম্যাচ। যেখানে জর্ডানের দুটি কঠিন শট ফিরিয়ে দেন ইরানের গোলরক্ষক জোহরেহ কৌদেই। তাকেই পুরুষ বলে দাবি করছে জর্ডান। এ বিষয়ে এএফসির কাছে জোহরেহর লিঙ্গ নির্ণয়ের জন্য তদন্তেরও দাবি করেছে দেশটি।

জর্ডান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রিন্স আলি বিন আল হোসেন এক টুইটে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার কথা বলেন। বিষয়টিকে তিনি খুবই সিরিয়াস ইস্যু হিসেবে অভিহিত করেছেন। সে কারণেই উপযুক্ত পদক্ষেপ নিতে ফিফাকে অনুরোধ করেন তিনি।

পাল্টা জবাবে ইরান দলের নির্বাচক মারিয়াম ইরান্দোস্ত এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, হারের ক্ষত ঢাকতেই নাকি এমন আলোচনা সামনে নিয়ে এসেছে জর্ডান।

জর্ডানের বিপক্ষে ওই জয়ের মাধ্যমেই প্রথমবারের মতো এশিয়ান কাপের টিকিট পেয়েছে ইরান। আর তাতে দুটি পেনাল্টি ঠেকিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩২ বছর বয়সি গোলরক্ষক কৌদেই। এএফসির এক সূত্রমতে, সংস্থাটি এই বিষয়ে তদন্ত শুরু করেছে। চলমান এই অবস্থায় তারা এটি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায় না।

শুধু এবারই না, কৌদেইর বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছে। তবে কোনোবারই এবারের মতো আলোচনা এত গাঢ় হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :